নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সারাবিশ্বে করোনা ভাইরাস মানুষকে একটি শিক্ষা দিয়ে গেছে। তাহলো অর্থ, বিত্ত, সম্পদ, টাকা পয়সা শেষ পর্যন্ত কোন কাজে লাগে না। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারলেই সম্পদ সঠিক মূল্যায়ন হয়। করোনা মহামারী যখন ব্যাপক রূপ লাভ করেছিল তখন মা সন্তানের পাশে ছিল না, আত্বীয় স্বজনও নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর সৈনিকেরা মাঠে থেকে করোনা আক্রান্ত ও সাধারণ মানুষের সেবা দিয়ে গেছে। এখানেই অন্যান্য দলের লোকদের সাথে আওয়ামী লীগ কর্মীদের পার্থক্য। রাজনৈতিক কর্মীদের একটাই লক্ষ্য হওয়া উচিত তা হচ্ছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বুধবার সকালে একটি কমিউনিটি সেন্টারে বাগমনিরাম ওয়ার্ডে প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আহিল সিরাজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, হাসান মনসুর, শাহজাহান রতন, ডাক্তার লিয়াকত আলী খান, সেকান্দর কবির, আব্দুল ওয়াদুদ আরজু, মোহাম্মদ নাসির উদ্দিন, শিশির দে, নুরুল আবসার ইসমাইল, মোঃ সেলিম উদ্দিন, মাহমুদ জুয়েল প্রমুখ।
মেয়র আরও বলেন, সরকার একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গৃহহীন ভূমিহীন পরিবারের মধ্যে জমি ও ঘর বিতরণ এবং আর্থিকভাবে সচ্ছল করার জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োাজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে সেজন্য ভর্তুকি মূল্যে দেশের এক কোটি মানুষকে কার্ডের আওতায় এনে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে। চট্টগ্রামেও সেই কর্মসূচির অংশ হিসেবে পাঁচ লক্ষ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
তিনি প্রতিবেশি, নিকটজন ও আর্থিক অসচ্ছল ব্যক্তিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাইকে আহ্বান জানান।