কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২৬ এপ্রিল বিকালে বড়ঘোপস্থ ইলহাম কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.ছালাম কুতুবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী, উপজেলা সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি আবু মুছা কুতুবী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন নাজু, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম মোশাররফ হোছাইন বাপ্পা, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোছেন ভুট্টো, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম কাউছার হোছাইন রিপন,বেলাল উদ্দিন বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক সহ সভাপতি কুতুবদিয়া উপজেলা ছাত্র দল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুহাম্মদ মুকাররম কুতুবী,সদস্য সচিব আবদুল আল মান্নান, সদস্য মোরশেদ আলম ও রমিজ রাজা, আবদুল মোমেন সাধারণ সম্পাদক বড়ঘোপ ইউনিয়ন ছাত্র দল।
এতে আরো উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ খান চৌধুরী,সহ সভাপতি নাজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক ইলিয়াস আলী,মৎস্য বিষয়ক সম্পাদক আবুল বশর, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, মহীউদ্দীন কুতুবী বড়ঘোপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।