[english_date] | [bangla_day]

টাকা নিয়েও সময় না দেয়ায় আমিশার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: আইনি ঝামেলায় পড়লেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, আমিশা প্রতারণা করেছেন তাদের সঙ্গে।

জানা গেছে, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৪ লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী এই অনুষ্ঠানে এক ঘণ্টা সময় দেওয়ার কথা অভিনেত্রীর। দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফর্ম করার কথা। কিন্তু মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান ত্যাগ করেন আমিশা। এ কারণেই ক্ষুব্ধ হয়েছে সংগঠনটি।

YouTube player

তবে স্বেচ্ছাসেবীর সংগঠনটির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল। তিনি টুইটারে লেখেন, ‘নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়েছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে, ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমাকে রক্ষা করেছেন।’

যদিও আমিশার এই মন্তব্যকে মিথ্যা বলেই দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা।

আমিশা প্যাটেল একটা সময় নিয়মিত সিনেমায় কাজ করতেন। অনেকদিন ধরে তিনি পর্দায় নেই। তবে এ বছরের শেষ দিকে পুনরায় পর্দায় দেখা যেতে পারে তাকে। ‘গাদার’ সিনেমার সিকুয়েলে অভিনয় করছেন তিনি। এটি এ বছরের শেষ দিকেই মুক্তি পাওয়ার কথা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়