কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহের ১ম দিনে অর্থাৎ চলমান লক ডাউনের অষ্টম দিনে বিধিনিষেধ উপেক্ষা করায় ২০১ মামলায় ২২৮ জন কে ৮৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
৮ জুলাই বৃহস্পতিবার কক্সবাজার জেলার ৮ উপজেলায় পৃথক ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কাজী মাহমুদুর রহমান।
তিনি জানান, চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পরিচালনা করা হয়। এসময় বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় কাউকে কারাদন্ড দেওয়া হয় নি।

বৃহস্পতিবার বার সকাল থেকে জেলা জুড়ে প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে লকডাউনের অষ্টম দিনে বিগত দিনের তুলনায় জনসমাগম বৃদ্ধি পাই।
বিনা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের সতর্ক করা হয়েছে। জরিমানা গুণতে হয়েছে অনেককে। জরুরী কাজে বের হয়েও যারা মাস্ক পরেনি তাদের কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন। শহরের ভেতরের প্রশাসনকে পাহারায় রেখে দোকান পাট খোলা ও জন মানুষের আড্ডা অব্যাহত ছিল।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, লক ডাউন বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জনসাধারণকে সচেতন করতে। সবার সমন্বিত প্রচেষ্টায় লক ডাউন বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।