[english_date] | [bangla_day]

উদ্বোধনের আগেই পৌনে ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ধস

চিটাগাং মেইল ডেস্ক:  পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে আত্রাই নদীর ওপর দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই ধসে পড়েছে এর সংযোগ সড়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম হাট যানজট মুক্ত করতে এর পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাই নদীর ওপর চলতি অর্থবছরে একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

YouTube player

সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে একটি ট্রাক উল্টে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এ সময় বিকট শব্দে বাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রমজান আলী শেখ। এ ঘটনায় তার স্ত্রী ও মাজেদা খাতুনসহ ৩ জন আহত হন। আহত বাকি দুজনের নাম ফেরদৌসী খাতুন (৩৭) ও ফাহিম হোসেন।

এ ঘটনার পর স্থানীয়রা সেতুর ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করছেন। গ্রামবাসীর দাবি, কাজের প্রথম থেকেই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করা হচ্ছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের পাত্তা দেয়নি। যার কারণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেও পার পেয়ে যায় ঠিকাদার।

YouTube player

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কে পুঁতে রাখা পিলার ধসে পড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানতে প্রকল্প কাজের ঠিকাদার হারুন অর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাঁথিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হাশেমকেও ফোনে পাওয়া যায়নি। তিনি সাঁথিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করায় সোমবার অফিসে আসেননি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়