নিজস্ব প্রতিবেদক: নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জন দালালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব-৭।
আজ ১৩ জুন, রোববার সকাল থেকে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে পাওয়া অভিযোগের ভিত্তিতে সকাল থেকে বিআরটিএ তে অভিযান চালানো হয়। অভিযানে ২১ দালালকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।