[english_date] | [bangla_day]

চোলাইমদবাহী গাড়ি চাপায় প্রাণ হারালেন এএসআই সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: চেকপোস্টে দায়িত্ব পালনকালে মাইক্রোবাসের চাপায় কাজী সালাউদ্দিন (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য সুমন। পুলিশ বলছে মদ পাচারকারীদের ধরতে গিয়ে প্রাণ হারালেন সালাউদ্দিন।

১১ জুন শুক্রবার ভোর ৪টায় নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

YouTube player

তিনি বলেন, ভোরে দায়িত্বরত অবস্থায় তারা দুর্ঘটনার শিকার হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পুলিশ সদস্যকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) চোলাই মদ শহরে আসার তথ্য ছিল। সালাহউদ্দিন ও তার ফোর্স মাইক্রোটিকে মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে থামার সংকেত দেয়। চালক গাড়ি থামালে সালাউদ্দিন ও মামুন গাড়ির সামনে যায়। তখন চালক সজোরে গাড়িটি তাদের গায়ে তুলে দিয়ে পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমাদের আরেকটি টিম সালাহউদ্দিন ও মামুনকে হাসপাতালে নিয়েছে। মাইক্রোবাসটি ধাওয়া করে জব্দ করা হয়েছে, তাতে ৭৩০ লিটার চোলাই মদ ছিল। চালক ও তার সঙ্গীদের ধরতে অভিযান চলছে।’

নিহত এএসআই সালাউদ্দিন চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়