[english_date] | [bangla_day]

চকরিয়ায় বিদ্যুৎ সরবরাহ সেবাঃ নতুন ট্রান্সফরমার স্থাপন করতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেল কর্মচারীরা

চকরিয়া প্রতিনিধি:  চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৮ন ওয়ার্ড সাবানঘাটা এলাকায় ২৫০ কেভি ট্রান্সফরমার বজ্রপাতে নষ্ট হয়ে যায়। তাতে জনগণ বিদ্যুৎ ছাড়া চরম ভোগান্তিতে রয়েছে, আর জনগণের ভোগান্তি কমানোর জন্য সেই জায়গায় নতুন একটি ২৫০ কেভি ট্রান্সফরমার স্হাপনের জন্য,পুরাতন ট্রান্সফরমারটি খুলে নামাতে গেলে স্টিলের ট্রান্সফরমার সলিং তারটি ছিড়ে যায়।

YouTube player

এতে জরুরি বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত গাড়িটির বডির পিছনে অংশে নামানোর চেষ্টা চলছিল। ট্রান্সফরমারটি সেখানে পড়ে যায়, আর অল্পের জন্য রক্ষা পেল জরুরি বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত কর্মচারী, সহকারী হেলপার মিসবাহ উদ্দিন, অস্থায়ী কর্মচারী আবুল বশর ও মোঃ হারুনুর রশিদ।

তৈরী বিদ্যুৎ বি মো ইসাক গাজী বলেন, আমরা বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়া ২৫০ কেভি ট্রান্সফরমারটি পাল্টাতে গিয়ে একটুর জন্য রক্ষা পেলাম, ভাগ্য ভালো গাড়ির মধ্যে কেউ ছিল না, আর না বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।

YouTube player

এ ব্যাপারে দ্বায়িত্বরত চকরিয়ার আবাসিক প্রকৌশলী গীতি বসু চাকমা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়