[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ঘরের মাটি ফেটে বের হচ্ছে গ্যাস

চিটাগাং মেইল:  নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি ঘরের মাটি ফেটে তীব্র বেগে গ্যাস উদগিরণ হচ্ছে। ১১ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কোন ধরনের সহায়তা পাননি ওই বাড়ির মালিক।

তিনি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেও প্রতিকার মিলেনি।

YouTube player

বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত মঙ্গলবার (৮ জুন) রাত ১১টার দিকে মোহরা ৫ নম্বর ওয়ার্ডের উত্তর মোহরা কালন সওদাগর বাড়ির তসলিম উদ্দীনের ঘরের মাটি ফেটে গ্যাস উদগিরণ শুরু হয়।

তসলিম উদ্দীন বলেন, রাত ১১টার দিকে হঠাৎ করে পানির সঙ্গে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। ৯৯৯ নম্বরে ফোন করলে চান্দগাঁও থানা পুলিশ এসে দেখে কোনো সমাধান না দিয়েই চলে যায়। বুধবার সকালে কর্ণফুলী গ্যাসের একটি টিম ঘটনাস্থলে এসেছেন। কিন্তু তারাও কোন সমাধান দিতে পারেননি। ফায়ার সার্ভিসের কেউ আসেননি। আমি তাদেরকেও বিষয়টি জানিয়েছি।

YouTube player

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, আমরা বিষয়টি জানার পর সেখানে একটি টিম পাঠিয়েছি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়