[english_date] | [bangla_day]

নগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে এম এ আজিজ

চাটগাঁ সময়: মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে।

শনিবার (১ মে) এ তথ্য জানান বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এর আগে এম এ আজিজ নগর বিএনপি’র সহ সভাপতি ও বন্দর থানা বিএনপি’র সভাপতি ছিলেন।

YouTube player

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজকে থেকে এ পদে দায়িত্ব পালন করবেন।

গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়