[english_date] | [bangla_day]

কর্মহীন-হতদরিদ্রদের খাদ্যপণ্য বিতরণে সমাজসেবক সামশেদ নেওয়াজ রণি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে চট্টগ্রাম নগরীর চকবাজার এর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: সামশেদ নেওয়াজ রণি’র ব্যক্তিগত উদ্দ্যেগে এলাকার ৫০০ কর্মহীন হতদরিদ্র পরিবারে খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ১লা মে দুপুরে নিজ বাড়ীর আঙ্গিনা থেকে তিনি এলাকার ৫০০ কর্মহীন হতদরিদ্র পরিবারে খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণ করা প্রতি প্যকেটে ছিলো ছোলা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ ৮ ধরণের খাদ্যপণ্য।

এ প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: সামশেদ নেওয়াজ রণি’ বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুের মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমাদের পূর্বপুরুষরা ও সবসময় মানুষের পাশে ছিলেন।এমদাদ আরী দারোগা বাড়ী নামে পরিচিত আমাদের এই বাড়ী। আমাদের পূর্বপুরুষরা গুল-এ-জার বেগম বালিকা বিদ্যালয় ও এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয় সহ বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতা আমরাও রক্ষা করে চলেছি। গতবারের লকডাউনের সময় এবং রমজানের সময় ও আমি সাধ্যমতো মানুষের পাশে ছিলাম এইবারেও প্রায় ৫০০ কর্মহীন পরিবারকে আমি নিজ উদ্দ্যেগে খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেছি। মহান সৃষ্টিকর্তার রহমতে মানুষের সেবার সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক দস্তগীর আলম নসু, মিছকিন শাহ মাজারের ইমাম মোহাম্মদ হেলাল, ব্যাংকার এ.এস.এম. নাছির উদ্দিন ফাহিম, যুবলীগ নেতা এ.এম. কুতুব উদ্দিন, গিয়াস সিদ্দিকী, জহির উদ্দিন সুমন,মো: সাইফুল ইসলাম চৌধুরী, সামাজিক সংগঠক প্রয়াস এর সভাপতি মোহাম্মদ মামুন ও যুবনেতা মো: তসলিম উদ্দিন,আরশাদ খান ও আকবর খান, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ নুরু, মাহিম, রকি সহ স্থানীয়রা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়