বিনোদন ডেস্ক: সমসাময়িক নানা ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ৫০০ পর্বের ধারাবাহিক নাটক ‘মাধবীলতা হারিয়ে গেছে’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন কামাল খান।
ধারাবাহিকটির প্যানেল পরিচালক হিসেবে থাকছেন চার নাট্যনির্মাতা। এদের মধ্যে রয়েছেন এস. এম. কামরুজ্জামান সাগর ও শেখ রুনা।
এ প্রসঙ্গে কামাল খান জানালেন, গল্প উপস্থাপনের ক্ষেত্রে কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো আমাদের জীবনেরই, কিন্তু সমষ্টিগতভাবে এই জীবনটাই যেহেতু শিল্প হয়ে উঠছে; সেহেতু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিল্পের রসগুলোও ভিন্ন ভিন্ন ভাবে প্রয়োগ হবে।
তিনি আরও জানান, চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন চলছে। টেলিভিশনের জনপ্রিয় এবং নন্দিত শিল্পীদের পাশাপাশি অনেক মঞ্চের শিল্পীরাও এতে যুক্ত হবেন।
জানা যায়, ইউনিফ্রেমের প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন পাপলু খান। আসন্ন ঈদুল ফিতরের পর ধারাবাহিকটির শুটিং শুরু হবে।