চিটাগাং মেইল: দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশের চলা কর্মবিরতির বিষয়ে কোনো সমাধানে আসতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার ২৮ এপ্রিল দুপুর একটার দিকে হাসপাতালের সম্মেলন কক্ষে বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বৈঠক চলে বিকেল তিনটা পর্যন্ত।
বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান গনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর যেসব মেডিকেল শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন, তাদের বহিষ্কার এবং বহিরাগতদের দৃষ্টান্তমূলক শান্তির আওতায় না আনা পর্যন্ত কর্মবিরতি চলবে। আমাদের দাবি পূরণ হয়নি, তাই কর্মবিরতি চলছে।
এদিকে বৈঠক থেকে হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তি হবে না। কারণ, এখন হাসপাতালে রোগী অন্যান্য সময়ের তুলনায় কম। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেবেন।
এদিকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রানা নামে একজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ কর্মবিরতি পালন করছে।