[english_date] | [bangla_day]

বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে কঙ্কাল উদ্ধার

চিটাগাং মেইল: নগরের বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে এ কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছে বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম। উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী বলেন, মাজারের পুকুর থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ৪/৫ দিন ধরে মরদেহ পুকুরে পড়েছিল। বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহের শরীরে মাংসপেশী কাছিম খেয়ে ফেলেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়