[english_date] | [bangla_day]

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে এএসপি আশরাফুল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে সীতাকুণ্ড মডেল থানার নব নিযুক্ত এডিশনাল এএসপি আশরাফুল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত সুপার মার্কেটের ৩য় তলায় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় আশরাফুল করিম বলেন,আইন শৃঙ্খলা ও মাদক মুক্ত এবং বিভিন্ন অপরাধ দমনের কাজে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভুমিকা রয়েছে।পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয় তাই আমরা সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই।মাদক ও অপরাধ দমন করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত)সুমন বণিক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসেন, প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম.হেদায়েত উল্লাহ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়