কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার বেতুয়া বাজার পুচ্ছালিয়া পাড়া এলাকায় বনাঞ্চল থেকে লোকালয়ে ছুটে আসা হাতিকে বিভিন্ন কৌশল ও এলাকাবাসীর সহযোগীতায় বনাঞ্চলে ফেরত পাঠিয়ে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে দিয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগ।
শুক্রবার ১১ ডিসেম্বর কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার বেতুয়া বাজার পুচ্ছালিয়া পাড়া এলাকার লোকালয়ে বন্যহাতী প্রবেশ করায় সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী’র যৌথ নেতৃত্বে একদল বনকর্মী, সি পি জি সদস্য কঠোর পরিশ্রমের মাধ্যমে কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়া বন্য হাতীকে লোকালয় হতে বন্যপ্রানীর নিরাপদ আবাসস্থল বনাঞ্চলের দিকে ফেরত পাঠাতে সক্ষম হন।
অভিযানে উপস্হিত থেকে সার্বিক সহযোগীতা করেন,কক্সবাজার উত্তর বনবিভাগে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম,চট্রগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ইয়াছিন নেওয়াজ।