কক্সবাজার প্রতিনিধি :মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম শহরের বাসটার্মিনাল ও কলাতলীতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
রবিবার (৬ ডিসেম্বর)সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়ায় অভিযান পরিচালনা করে সিটি পাবলিক স্কুল গেইটের সামনে থেকে ১৮ শত পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কলাতলী ডলফিন মোড় চত্বর সংলগ্ন রাধুনী রেঁস্তোরা এন্ড বিরানী হাউজের সামনে থেকে অপর এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার ইয়াবাসহ আটক করে।
আসামীরা হলেন,১।মিজানুর রহমান (৩৩)পিতা- শামসুল আলম,সাং- দরগাপাড়া,৬ নং ওয়ার্ড,খুটাখালী- চকরিয়া। বর্তমান সাং- পশ্চিম লারপাড়া, দুলামিয়া সওদাগরের ভাড়াটিয়া, ১ নং ওয়ার্ড,ঝিলংজা কক্সবাজার সদর, ২।ওমর ফারুক (২৫), পিতা- আবদুল্লাহ, সাং- দক্ষিণ আলীখালী,৮ নং ওয়ার্ড,হ্নীলা – টেকনাফ।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।