এম মনির চৌধুরী রানাঃ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধেে সাত কিলোমিটার প্রতিরক্ষা বাধ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হবে। আগামী বর্ষার আগে এই কাজ শুরু হবে। এটি নির্মাণ হলে ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, চট্রগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৭ শ’ কোটি টাকা ব্যয়ে আরো একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেনা বাহিনী এ কাজ বাস্তবায়ন করছে। এছাড়া চট্টগ্রামর ১৫ উপজেলায় পানি উন্নয়নের বোর্ডের অধীনে নদী খাল ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি আজ কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপমন্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় এমপি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বোয়ালখালীর নদী ভাঙন ছাড়াও অচিরেই দৃশ্যমান হবে বহুল জনকাঙ্খিত কালুরঘাট বহুমুখী সেতুর কাজ। স্থানীয় চোধুরীহাটে অনুষ্ঠিত সভা সভাপতিত্বে করেন উপজেলার আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেনের সঞ্চানলায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, আবদুল কাদের সুজন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল, এস এম দিদারুল আলম, শফিকুল আলম, সাইদুর রহমান খোকা, শফিউল আলম, হাজি ইলিয়াছ জাফর, নুরুল আবছার, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকের্মীরা উপস্থিত ছিলেন।