[english_date] | [bangla_day]

ভাস্কর্য নিয়ে মৌলবাদী বক্তব্য; দীঘিনালায় বিক্ষোভ মিছিল

দীঘিনালা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর ধৃষ্টতামূলক মন্তব্য এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর সোমবার সকালে দীঘিনালা বাজার হতে মিছিল বের হয়ে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু স্মৃতি মোর‍্যালে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি-জামায়াত ও কিছু স্বার্থান্বেষী মৌলবাদী গোষ্ঠী অপরাজনীতির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদীদের কোন স্থান নেই। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের আহ্বান জানান তিনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়