[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার

সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় সাইফুল ইসলাম (৩৯) এক ব্যক্তি গ্রেফতার। উক্ত ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলে ট্রেনের জানালার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

১৫ নভেম্বর রবিবার সীতাকুণ্ড রেল স্টেশনে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনে এই পাথর ছোড়ার ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যাক্তির বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলার কানকিরহাট কেশব পুর গ্রামে বলে জানা যায়।

এ ঘটনায় রেল পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী মঞ্জুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হওয়ার সময় সাইফুল চলন্ত ট্রেনটিতে পাথর ছুড়ে মারেন। এ সময় ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। একাধিক পাথর ছুড়ে সাইফুল ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি রেলগেটের নিরাপত্তা প্রহরীসহ স্থানীয় কয়েকজন দেখে ফেলেন। খবর পেয়ে তিনি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুপুরে সাইফুলকে গ্রেপ্তার করেন। বিকেলে তাঁকে রেলওয়ে থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রেল পুলিশ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়