চিটাগাং মেইল : আনোয়ারা উপজেলার বটতলী হলদিয়া এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় দু্ইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন- আনোয়ারা বটতলী হলদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে ইয়াছির আরাফাত (২১) ও মো. আইয়ুব আলীর ছেলে মো. মানিক (১৯)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম সিকদার বলেন, আনোয়ারা উপজেলার বটতলী হলদিয়া এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় দু্ইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।