[english_date] | [bangla_day]

করোনা ভাইরাস সচেতনতায় মসজিদে মসজিদে রেড ক্রিসেন্টের মাস্ক ও লিফলেট বিতরণ

চিটাগাং মেইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে কোভিড-১৯ সচেতনতার অংশ হিসেবে ১৩ নভেম্বর শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে আগত মুসল্লিদের জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও চট্টগ্রাম সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ.ছালাম এর নির্দেশনায় সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, কদম মোবারক জামে মসজিদ, ও.আর.নিজাম রোড জামে মসজিদ, জিলানী জামে মসজিদ ও সিডিএ জামে মসজিদে জুম’আ এর নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে জীবাণু নাশক করার লক্ষ্যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় এবং মাস্ক বিতরণ করা হয় এবং নামাজ পরবর্তী সময়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান সব্যসাচী দেব নাথ, মোঃ সুমন, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মোঃ মফিজুর রহমান, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান দীপ্ত বিশ্বাস সহ যুব স্বেচ্ছাসেবকরা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়