[english_date] | [bangla_day]

দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিটাগাং মেইল ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে বুধবার ১১ নভেম্বর সকাল ১০টায় সংগঠনের ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, মাহবুবুর চৌধুরী, মর্তুজা কামাল মুন্সী, শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: সোলেমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, প্রচার ও প্রকাশন সম্পাদক মো: আবদুল মান্নান, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল্লা আল নোমান, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রাজমনি সহ প্রচার সম্পাদক সাইফুল হাসান সহ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সহ সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিটু, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আবিদ হোসেন, পটিয়া উপজেলা আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগ সাধারণ সম্পাদক ওচমান আলী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাকসুদ মাসুদ, দক্ষিণ জেলা যুবলীগ সদস্য হাসান মাহমুদ, হেলাল উদ্দীন টিপু, দেলোয়ার হোসেন খোকা, সাইফুল ইসলাম চৌধুরী, এম নুরুল হুদা চৌধুরী, জগদীশ চৌধুরী ঘোষ, সুপ্রিয়া, এড. আব্দুল্লা আল বেলাল, সাইফুল ইসলাম সাইফু, ইঞ্জিনিয়ার অমল রুদ্র, জিয়াউল হক লিটন, এস.ডি মুজিব, রেজাউল করিম শাকিল, ডা: নারায়ন নাথ, জিয়াউল হক লিটন, অর্ক মিত্র, হোসাইন রহমত উল্লাহ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা পরবর্তীতে যুব সমাজকে সঠিত ধারায় পরিচালিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। জাতির দুর্বিপাকে, সংকটে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের লড়াই সংগ্রাম অবতীর্ণ হয়ে স্বৈরাচার পতন ঘটিয়ে গনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় যুবলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহামারী করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যুবলীগ মানবিক দায়িত্ব পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষে দেশব্যাপী বৃক্ষরোপন করে সবুজ বিপ্লবে অংশগ্রহণ করেছে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবলীগ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

যুবলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং মসজিদের খতিব মাওলানা আইয়ুব খানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়