[english_date] | [bangla_day]

সুবিধাভোগীরা যেন শ্রমিক লীগে ঢুকতে না পারে: নওফেল

চিটাগাং মেইল : সুবিধাভোগীরা যেন শ্রমিক লীগে ঢুকতে না পারে, সে জন্য নগর শ্রমিক লীগের নেতাদের সতর্ক করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।তিনি বলেছেন, একটি বিষয়ে সচেতন থাকতে হবে।

কোনো সুবিধাভোগী ব্যানারের নামে কোনোভাবেই যাতে কোনো অপশক্তি শ্রমিক লীগের ব্যানারে ঢুকতে না পারে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এটাই হোক আপনাদের সম্মিলিত প্রত্যয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে চশমা হিলের বাসভবনে নগর জাতীয় শ্রমিক লীগের নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় বৈঠকে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, দেশে রাজনৈতিক প্রতিপক্ষ গোষ্ঠী কোনো রাজনৈতিক ইস্যু না পেয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। তারা এর আগেও বহু সামাজিক আন্দোলনকে বিপথে পরিচালিত করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে।

‘এই ব্যাপারে শ্রমিক লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। কারণ এই সরকার শ্রমিকবান্ধব সরকার। ’

বৈঠকে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, শ্রমিক লীগ নেতা ও সংগঠক আবুল হোসেন আবু, অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি গাজী জসিম উদ্দিন, কৃষি ব্যাংক সিবিএ সভাপতি আকবর হোসেন, সিটি ব্যাংক সিবিএ সভাপতি একে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়