সাউথ এশিয়ার ১ম লিও টু লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের ৩৫নং ওয়ার্ড খাল পাড় এলাকায় ডিপটিউবয়েল পুন:সংস্কারের মধ্য দিয়ে তাদের ১ম স্থায়ী প্রজেক্ট এর উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশ এর গভর্নর লায়ন ডা: সুকান্ত ভট্টাচারিয়া এমজেএফ আরো উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি অশেষ কুমার উকিল,আরসি-১০ লায়ন উত্তম কুমার, জোন চেয়ারম্যান লায়ন আব্দুর রহিম,
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনিসুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি লায়ন জিয়াউল হক সোহেলের পরিচালনায়।
আরো উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের প্রেসিডেন্ট ডা: দিবাকর সেন, লায়ন্স ক্লাব অফ ব্লুমিং স্টারের ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন আরমান রসুল, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন এহসানুল হক,ট্রেজারার লায়ন মহিউদ্দিন জিকু,জয়েন্ট সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রোমান,সিএলএফ কর্ডিনেটর লায়ন রেজওয়ান আদর,ক্লাব প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন পাপিয়া পাল,লায়ন আশিক আলী আজগরি,লায়ন মশিউর রহমান মাহি, লায়ন আব্দুল কাদের অভি,লায়ন সত্যজিৎ দাশ,লায়ন রাকিবুল,লায়ন আব্দুস সবুর,লায়ন এডভোকেট ওমর ফারুক,লায়ন শামীম আজাদ রুবেল,মো: আবির সহ প্রমূখ।
লায়ন্স গভর্নর সুকান্ত ভট্টাচারিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমাজ গঠনে লায়ন্সদের ভূমিকা এখন অগ্রগামী, প্রতিটা ধর্মেই মানুষ এবং প্রানীদের পানি খাওয়ানোর জন্য নির্দেশ দেওয়া আছে।–প্রেস বিজপ্তি