রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। পঁচাবাসি খাবার বিক্রি করার দায়ে এক হোটেলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে উপজেলার রোয়াজারহাট ও গোডাউন এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম। অভিযানকে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বলেন, “অভিযানে কাপ্তাই সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। তবে এই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি।
গোডাউন এলাকায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন “বাগদাদ হোটেল ” নামে এক খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।