[english_date] | [bangla_day]

কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ নুরুচ্ছফা এর শ্রদ্ধা সিক্ত বিদায়

কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নুরুচ্ছফা ৩০ সেপ্টেম্বর অবসর জনিত কারণে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল কুতুবদিয়া সরকারি কলেজ থেকে হাজারো শিক্ষার্থী, শিক্ষকদের শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নিচ্ছেন বলে জানা গেছে৷ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া কলেজ কর্তৃপক্ষ৷

অধ্যক্ষ নুরুচ্ছফার বিদায়ে ওনার সম্মানে “কুতুবদিয়া সরকারি কলেজ” পরিবার এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে খুবই ছোট পরিসরে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

কুতুবদিয়া কলেজের সহকারী অধ্যাপক(বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ) জনাব সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি কুতুবদিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ জনাব এ এম মান্নান, অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রজব আলী ও কলেজের সকল সম্মানিত শিক্ষক ও অফিসের কর্মী বৃন্দরা উপস্থিত ছিলেন৷

সভায় বক্তারা অধ্যক্ষ নুরুচ্ছফার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ কুতুবদিয়া দ্বীপের শিক্ষা ও আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে ওনার অনবদ্য অবদানের কথা বক্তারা তোলে ধরেন৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়