রাঙ্গুনিয়া প্রতিনিধি: প্রয়াত রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইছামতি কমিউনিটি সেন্টারে এই শোকসভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন চৌধুরী তপু। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল ইসলাম রাসেল ও যুগ্ম সম্পাদক রাসেল রাসু’র যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পরিষদ’র নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক ইউনুচ, আ.লীগ নেতা আব্দুর রউফ মাষ্টার, জসিম উদ্দিন শাহ্, শওকত হোসেন সেতু, হালিম আব্দুল্লাহ, মাহমুদুল হাছান বাদশা, কৃষকলীগ নেতা আইয়ুব রানা, এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা প্রজম্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল প্রমুখ।