নিজস্ব প্রতিবেদক: বাকলিয়া শান্তিনগর পেরাক ফ্যাক্টরির মোড়ে কারখানায় আজ মঙ্গলবার দুপুর ১টায় বিএসটিআই অভিযান চালায় । এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কিট, কেক ও বেকারি পণ্য তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআইয়ের কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাস এ অভিযানে অংশ নেন । প্রতিষ্ঠানটি বিক্রয় কেন্দ্র আন্দরকিল্লা মসজিদ মার্কেটে। অভিযানে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশও দেয়া হয়েছে।
এছাড়া ফেরার পথে দেওয়ান বাজার মোড়ে বাংলাদেশ সুইটস এর বিক্রয় কেন্দ্র অভিযান চালানো হয়। এর আগে প্রতিষ্ঠানটির কারখানা মদিনা মসজিদ গলি পচিঁশ কামরা মোড়ে পরিদর্শনে গিয়ে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া। ডাকাডাকির পরও কেউ সারা দেয়নি। পরে প্রতিষ্টানটির বিরুদ্ধে ও অনুমোদনহীন বিস্কিট তৈরির জন্য মামলা দায়ের করে বিএসটিআইয়ের এই দুই কর্মকর্তা।