[english_date] | [bangla_day]

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের মির্জাপুল এলাকায় মাসব্যাপী চিকিৎসা ক্যাম্প চলমান

চিটাগাং মেইল:: করোনা ভাইরাস পরিস্থিতিতে নগরীর মুরাদপুরসহ আশেপাশে এলাকার জনসাধারণের কাছে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে গত ১লা সেপ্টেম্বর থেকে চলমান মাসব্যাপী ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ এর ১৫ তম দিনের সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মির্জাপুলস্থ ডাঃ শেখ শফিউল আজম এর বাসভবনে নিয়মিত শতাধিক রোগীকে মেডিসিন, গাইনী, বাতব্যাথা, শিশুসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পে সেবা অব্যাহত রয়েছে। মাসব্যাপী ‘ফ্লু কর্ণার ও ইনভেস্টিগেশন সেল’ -এ সেবা প্রদান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, ডাঃ শেখ সানজানা শারমিন।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে নিয়মিত দক্ষ স্বেচ্ছাসেবক টিম এর মাধ্যমে সেবাপ্রাপ্তিদের বিনামূল্যে ব্লাড পেশার পরিমাপ, ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ, পালস্ অক্সিমিটারের মাধ্যমের দেহের অক্সিজেন পরিমাপ করা হচ্ছে। উল্লেখ্য যে, মাসব্যাপী প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়