কর্ণফুলী প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্ধার কর্ণফুলী উপজেলার প্রাণবন্ত ঐতিহ্যবাহী এ.জে.চৌধুরী কলেজে মিলায়তনে কর্ণফুলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা কে স্বাস্থ্য বিধি মেনে সংবর্ধনা দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এর সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক শামীম আক্তার চৌধুরীর সঞ্চালনায় ৮ সেপ্টেম্বর সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অর্থ ও শিক্ষা কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ফোরকান উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ জাফর ইকবাল, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শফিকুর রশিদ, অধ্যাপক প্রদীপ রায়,অধ্যাপক এইচ এম আবু ওবাইদা,অধ্যাপক তাজনীন ফেরদৌস, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক রোকসানা খাতুন,অধ্যাপক নাজনীন সুলতানা, অধ্যাপক, অধ্যাপক ইন্দ্রজিৎ কর, অধ্যাপক আব্দুল কাইয়ুম প্রমূখ।
সংবর্ধিত অতিথি শাহিনা সুলতানা বলেন, নবগঠিত কর্ণফুলী উপজেলাকে স্বপ্নের মডেল উপজেলা করতে হলে প্রথমেই শিক্ষার সামগ্রিক উন্নয়ন করা দরকার। আর এতে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় এর নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর।