[english_date] | [bangla_day]

কর্মস্থলে যোগদান করেছেন সিএমপির নতুন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর

চিটাগাং মেইল : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করছেন সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিএমপির ৩০তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে কর্মস্থলে যোগ দিলে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমনো বেগম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারশেন) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়