[english_date] | [bangla_day]

মানুষের জন্য যারা রাজনীতি করে তারা দু:সময়ে ঘরে বসে থাকতে পারে না : রেজাউল করিম চৌধুরী

চিটাগাং মেইল:  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানুষের জন্য যারা রাজনীতি করে তারা মানুষের দু:সময়ে ঘরে বসে থাকতে পারে না । রাজনীতি তো জনগণেরই জন্য। তাই জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকা সকল রাজনৈতিক নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব ।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, করোনার সময়ে মানুষ যখন চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প যারা করেছে সত্যিই তারা মানুষকে ভালোবাসে এটা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত।

এ সময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের উপরে মানুষ মারা গেছে। দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনা সংক্রমিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও দেশে মৃত্যুর হার কম। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আছে। এতে এটা প্রমাণিত হয়ে যে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে সচেতনতায় এগিয়ে আছি।

নগরীর সেন্ট জন’স গ্রামার স্কুল প্রাঙ্গণে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর-এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প “হ্যালো ডাক্তার”-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য মেয়রপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্দ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম কোতোয়ালি থানা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান রোকন, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এড. জিয়াউদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা দেবাশিষ গুহা বুলবুল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়