[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল ইউপি চেয়ারম্যান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন থেকে মাদক বিক্রিকালে তিনি মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ।

এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি ট্যাক্সিসহ ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রিফিউজি পাড়ার মো. আবদুল মান্নানের ছেলে মো. আবদুর রহিম (২১), রাজানগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আজলার বাড়ি এলাকার আবদুল গফুরের ছেলে আবদুল শুক্কুর (২২) এবং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বনগ্রাম নতুনপাড়া এলাকার বদি আলমের ছেলে মো. আশরাফ (২০)।

ইউপি চেয়ারম্যান নুর উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দালালদের দিয়ে এরা মাদক বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে চলছিল।

সোমবার পরিষদের চৌকিদারসহ দিনভর কৌশলে অবস্থান নিয়ে সন্ধ্যার দিকে তাদের মাদকসহ হাতেনাতে ধরা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়