এমদাদুল হক রাসেলঃ ২১,শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত দের স্মরণে পাচলাইশ থানা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,মৎসজীবিলীগ,ছাত্রলীগ এর নেতাকর্মীদের আয়োজিত দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা প্রবর্তক পল্লীতে গত কাল ২১,শে আগস্ট,২০২০ইং পাচলাইশ থানা আওয়ামীলীগ নেতা ডিবি বড়ুয়া জনির সভাপতিত্বে সেচ্ছাসেবকলীগ নেতা জাফর আল তানিয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নগর আওয়ামিলীগ নেতা জামালখাঁন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন,নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, যাকারুল হাসান মিঠু,আ.ন.ম মিনহাজ উদ্দিন,প্রফেসর ইউনুস,শাহেদ হায়দার খান,লুৎফুর রহমান কিরন ,আবদুল কাদের,শফিকুর রহমান তাপস,ডাঃবাবর চৌঃ বাবু, মোস্তফা ফয়সাল,মির্জা আলমাস,রিয়াদুল করিম রিয়াদ,রিপন দাশ প্রমুখ,