[english_date] | [bangla_day]

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

২০ আগস্ট (বৃহস্পতিবার) রাতে রাঙ্গামাটির দূর্গম এলাকা থেকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৪৫) ও ১টি জিআর সাজা, ১ টি সিআর সাজা পরোয়ানা মূলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল আলমকে আপেল আহমদ টেকের কুতুববাড়ি হতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ হারুন অর রশিদ (৪৫) উপজেলার ঘোষখীল এলাকার এখলাছুর রহমানের ছেলে ও মোঃ সাইদুল আলম উপজেলার পশ্চিম গোমদন্ডী আপেল আহমদের টেক এলাকার মৃত আবুল বশরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী,  এএসআই পেয়ার উদ্দিন, এএসআই আনিসুজ্জামান ও এএসআই সাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার দূর্গম এলাকা হতে এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বোয়ালখালী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, গ্রেফতারকৃত মো. হারুন অর রশিদ ও সাইদুল আলমকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়