[english_date] | [bangla_day]

বিজ্ঞাপনের খুঁটি সরানোর নির্দেশ দিলেন চসিক প্রশাসক

চিটাগাং মেইল : নগরের সৌন্দর্যহানিকর চারটি ডিসপ্লে বিজ্ঞাপনের খুঁটি অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার (২০ আগস্ট) কোতোয়ালী থানার জিপিওর সামনের মিডআইল্যান্ডের ৩টি ও বিপণি বিতানের (নিউমার্কেট) প্রধান ফটকের বিপরীতে স্থাপিত একটি খুঁটি সরানো হয়েছে।

চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম জানান, অডোস ইন করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের চারটি ডিসপ্লে বিজ্ঞাপনের খুঁটি অপসারণের নির্দেশন দিলে আমরা সরেজমিন পরিদর্শন করে দেখি সেগুলো বিধি অনুযায়ী হয়নি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আহাদ খুঁটিগুলো সরানোর অঙ্গীকার করেন।

এদিকে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে চকবাজার থানাধীন কাঁচাবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ ভাবে ফুটপাত ও চসিক মার্কেটের অংশ দখল করে ফলের দোকান দিয়ে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুটি দোকানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং চকবাজার কাঁচাবাজারের প্রবেশমুখের চলাচলের পথে অবৈধ ভাসমান দোকান বসানোর অপরাধে তিনটি দোকানকে ২ হাজার করে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়