বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে তাঁর অাত্নার মাগফেরাতের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিম ছাত্রদের মাঝে ৪৫টি কুরঅান শরীফ দান করা হয়েছে। পবিত্র কুরঅান শরীফ দানের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবু সৈয়দ। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, রোটারিয়ান অধ্যক্ষ ডা. মুহাম্মদ আনোয়ার হোসাইন, আলহাজ্ব এম মাহাবুবুল আলম, অধ্যাপক আশেক এলাহী, আধুনিক চকসুপার মার্কেটের সভাপতি মো. খোরশেদ আলম, সংগঠক মো. সাইফুদ্দিন, রাকিবুল হক সায়েম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মোজাহেরুল হক, মো. নুরুল আজিম, মো. জানে আলম, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। পরে বঙ্গবন্ধু,তাঁর পরিবার ও জাতীয় নেতাদের অাত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।