[english_date] | [bangla_day]

বাশঁখালীতে ইয়াবাসহ আটক কক্সবাজারের মাদক ব্যবসায়ী

বাশঁখালী প্রতিনিধি: বাঁশখালীতে কক্সবাজারের এক ইয়াবা কারবারি ১৩০০ পিস ইয়াবা নিয়ে বাঁশখালীতে ঢুকে বাঁশখালী থানা পুলিশের হাতে আটক হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার ১১.৩০ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন নাপোড়া সামশিয়া ঘোনা নুরুল কবির সওদাগরের দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানের ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) হাবিব ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৩০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, কক্সবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহরি পাড়ার মৃত আবদুল খলিলের ছেলে মুহাম্মদ ফরিদ(৪৫)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়