লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ আগষ্ট সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নবাগত নির্বাহি অফিসার মোঃ রেজা রশিদ, নবাগত সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ শাহবাজ, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, কৃষি অফিসার সানজিদা বিনতে ছালাম, উপজেলা প্রকৌশলী মোঃ নাজেম উদ্দীন, তথ্য অফিসার মোঃ রুহুল আমিন, রেঞ্জ অফিসার মোঃ নুরে আলম হাফিজ, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেনসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সূত্রে জানায়, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এবারে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে স্বল্প পরিসরে দিবসটি পালন করা হবে।