রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার ৯ আগষ্ট বিকেলে উপজেলার মরিয়মনগর চৌমুহনী ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লিচুবাগান এলাকায় সড়কে গ্যাস সিলিন্ডার রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।