[english_date] | [bangla_day]

লাইফ সাপোর্টে চবি উপাচার্যের স্বামী

চিটাগাং মেইল : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।তিনি চট্টগ্রামের সিএমএইচে আছেন।

১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে উপাচার্য শিরীখ আখতার, তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হন। পরে ১৩ জুলাই রাতে উপাচার্য, তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগে থেকে নিউমোনিয়া ছিলো মো. লতিফুল আলমের। সিএমএইচে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ ফের স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজকে স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়