[english_date] | [bangla_day]

লামায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি : লামা উপজেলা নিবার্হী অফিসার নূর এ জান্নাত রুমির বিদায় ও সংবর্ধণা অনুষ্ঠান আয়োজন করেন, লামা উপজেলা পরিষদ। শুক্রবার ২৪ জুলাই বিকেলে ৪টায় লামা উপজেলা পরিষদের হলরুমে তাকে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। তিনি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি ইউএনও নূর-এ-জন্নাত রুমি, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, এএসপি মোঃ রেজওয়ানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন, কৃষি অফিসার সানজিদা বিনতে সালাম, মৎস্য অফিসার জয় বণিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইছহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা, মিন্টু সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি বলেন, আপনারা আমার সকল কাজে সহযোগিতা করেছেন। লামা উপজেলায় আমার কর্মকালীন সময়ে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য সকল জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া কামনা করছি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়