[english_date] | [bangla_day]

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় মুজিব বর্ষের আহ্বানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর বাগমনিরাম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চকবাজার থানার আওতাধীন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

৩ টি করে গাছ লাগান এই স্লোগান নিয়ে
গতকাল ৯.৭.২০ বৃহস্পতিবার বাগমনিরাম এলাকার বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠে এই বৃক্ষরোপণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ওমর গনি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান হায়দার,
মোহাম্মদ রাব্বী হোসাইন।
১৫ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিফাত মামুন, সাইমন ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত গত ১৫ জুন বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনফারেন্সিংয়ে আওয়ামী লীগসহ এর সব সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করতে হবে।

যেখানে যত নেতা-কর্মী আছেন, মূল দল আওয়ামী লীগের সঙ্গে সব সহযোগি সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবেন।
কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।
একই সঙ্গে দেশবাসীকেও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়