[english_date] | [bangla_day]

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান হাসপাতালে ভর্তি

চিটাগাং মেইল : করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলেও শুক্রবার (২৬ জুন) বিষয়টি জানা যায়।Info Chittagogng

আওয়ামী লীগ নেতা এমএ সালাম বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, তিনি (এমএ সালাম) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হন। এখন অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকরা তার পাশে রয়েছেন এবং চিকিৎসাসেবা দিচ্ছেন।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার এমএ সালাম ভাই অসুস্থতাবোধ করলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি অনেকটা সুস্থ রয়েছেন। মোবাইল ফোনে আমরা তার নিয়মিত খোঁজখবর রাখছি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়