[english_date] | [bangla_day]

চট্টগ্রামে নতুন ২৪১ জনসহ ৭২২০ জন করোনা আক্রান্ত

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৪১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের, সুস্থ হয়েছেন ১৬ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৫টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়।Info Chittagogng

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৪১টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ৩৪৯টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০০টি, ইম্পেরিয়াল হাসপাতালে ৯৫টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করা হয়।

এসব নমুনা পরীক্ষা করে চবি, বিআইটিআইডি, চমেক, সিভাসু এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ৪২, ৪৮, ৯৪, ৯ ও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার বাজার ল্যাবে চট্টগ্রামের আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১৯২ জন এবং উপজেলায় ৪৯ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ২২০ জন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়