[english_date] | [bangla_day]

রাজধানীর আরো দুই এলাকা লকডাউন ঘোষণা

Info Chittagong

ডেস্ক রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণের ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর পুরান ঢাকার ওয়ারী ও ধানমন্ডির রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় জোনভিত্তিক লকডাউন।

এবার রাজধানীর আরো দুই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজতপাড়া আজ সন্ধ্যার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে তেজগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাসনাত বলেন, নাখালপাড়া ও আরজতপাড়া এই দুটি এলাকা লকডাউন করা হবে। এজন্য সেখানে মাইকিং করা হচ্ছে। জনগণকে তাদের প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে।

একই সঙ্গে অপ্রয়োজনে কেউ যেন বাসার বাইরে বের না হন—সেজন্য সবাইকে সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়