[english_date] | [bangla_day]

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের উদ্যোগে দোহাজারীতে ৩য় দফায় খাদ্য সামগ্রী বিতরন

চন্দনাইশ প্রতিনিধি: করোনা ভাইরাস নামক অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছে দেশের সর্বস্তরের মানুষ। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করা দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তার অংশ হিসেবে অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক, পিপিএম-সেবা’র উদ্যোগে চন্দনাইশ থানার সার্বিক তত্বাবধানে ৩য় দফায় দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকার কর্মহীন গৃহবন্দী দুঃস্থ-অসহায় ৮৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া, এএসআই মোজাম্মেল, আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম মোস্তফা, সাংবাদিক শহিদুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে ওসি কেশব চক্রবর্ত্তী বলেন, “করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খেতে পারেন সেজন্য মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন, নিম্নআয়ের দুঃস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে অসহায় মানুষগুলোর বাড়ি পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছানো নিশ্চিত করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব।”

সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ যে কোন পরিস্থিতিতে গরীব অসহায় মানুষদের পাশে থাকবেন। অসহায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়