[english_date] | [bangla_day]

চট্টগ্রাম নগরীতে বসছে করোনা পরীক্ষার ১২ বুথ

মেইল ডেক্সঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভয়াবহ অবস্থার মাঝে৷ মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশের সহায়তা নগরীর ১২টি পয়েন্টে করোনা পরীক্ষার বুথ স্থাপন করা হচ্ছে।

চট্টগ্রামে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় এই ১২টি স্পটে করোনা পরীক্ষা করা হবে।

আগামী দুয়েকদিনের মধ্যে নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবণ রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়