নগর ডেক্সঃ করোনা ভাইরাসে থমকে গেছে সারাদেশ। সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সারাদেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই চট্টগ্রাম মহানগর ছাএলীগের সহ-সম্পাদক ওসমান গণি’র নির্দেশে কাজ করে যাচ্ছে মহানগর ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ আবদুল ওয়াজেদ রিফাত ব্যক্তিগত উদ্দ্যোগে প্রায় ৩০০ অসহায় পরিবারে উপহার পাঠিয়ে দিয়েছে। সে মূলত নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে বাংলদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপহার পৌছে দিয়েছে।
এই প্রসঙ্গে মোহাম্মদ আবদুল ওয়াজেদ রিফাত চিটাগং মেইল’কে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নানা ভাবে মানুষের পাশে থেকেছি। আমি প্রায়৩০০ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার পৌছে দিয়েছি। আমার এই কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।